নিউরাল গ্যাস (Neural Gas) চমৎকার একটা নিউরাল নেটওয়ার্ক যেটা  অপটিমাল ডাটা (Optimal Data Representation) এর জন্য ব্যবহার করা হয়। এই অ্যালগরিদমের বিশেষত্ব হচ্ছে এটা ফিচার গুলোকে অপটিমাম (Optimal) লেভেলে উপস্থাপন (Represent) করতে পারে। ট্রেইনিং এর সময় ফিচার ফেক্টরগুলো বায়বীয় গ্যাসের মত দেখায় বলে এটার নামকরণ “নিউরাল গ্যাস” করা হয়েছ।

এই ভিডিওটাতে সবকিছু খুব সুন্দরভাবে দেখানো হয়েছে –

দ্রঃ এই ভিডিওটি আমার করা নয়। বোঝার সুবিধার্থে এখানে যুক্ত করা হয়েছে।

0 0 votes
Article Rating
0
Would love your thoughts, please comment.x
()
x