পাইথন প্রোগ্রামিং

পাইথন একটি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। এর বহুমাত্রিক ব্যবহার, সহজবোধ্যতা, কমিউনিটি সাপোর্ট, সহজে শিক্ষণীয় হবার কারণে দিন দিন এর ব্যবহার ও চাহিদা বেড়েই চলেছে। পাইথন দিয়ে এমন কিছু নেই যে সেটা করা যায়না। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্রোগ্রামিং ভাষাটির জন্ম মাত্র কয়েক দশক আগে, ১৯৯০ এর দশকে। পাইথন লেখা হয়েছে মূলত সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে। বোঝাই যাচ্ছে যে সি এর চেয়ে পাইথন একটু ধীর গতির হবে। তবে আজকাল ছোটখাটো প্রোগ্রাম থেকে শুরু করে বড় বড় মেশিন লার্নিং বা ডিপ লার্নিং মডেল লেখার ক্ষেত্রে পাইথনের ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। 

পাইথনে আছে অসংখ্য ওপেনসোর্স মডিউল। আর এই মডিউল গুলোই এই প্রোগ্রামিং ভাষাটিকে অনন্য করে তুলেছে। এখানে  আমি একে একে পাইথনের টুকিটাকি বিষয় থেকে জটিল বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সুবিধার্থে এখানে সব লিংক গুলো একত্রে দেওয়া হল-

কোন বিষয়ে যদি আপনার প্রশ্ন থাকে অথবা কোন বিষয়ে দ্বিমত পোষণ করেন অথবা কোন বিষয় নিয়ে আরো বিষদ জানতে চান তাহলে মন্তব্য করতে ভুলবেন না।

ধন্যবাদ।