অর্ধপরিবাহী (Semiconductor) পদার্থের ক্ষেত্রে প্রধান আলোচ্য বিষয় হচ্ছে, হোল এবং ইলেকট্রন (Electron)। আমরা সবাই জানি, ইলেক্ট্রন ঋণাত্বক আধান (Negative charge) বিশিষ্ট এবং প্রোটন ধনাত্বক আধান(Positive charge) বিশিষ্ট। কিন্তু একই সাথে পদার্থের অন্যতম মৌলিক কণিকা প্রোটনও ধনাত্মক আধান বিশিষ্ট। তাহলে এদের মধ্যে পার্থক্য কি?
কোন স্থানে ইলেকট্রনের অনুপস্থিতিই হোল। অন্যদিকে প্রোটন হচ্ছে নির্দিষ্ট আধানযুক্ত একটি মৌলিক কণিকা যেটার নির্দিষ্ট ভর আছে। প্রোটনের ভর প্রায় KG এবং এটি ইলেক্ট্রণের সম আধানবিশিষ্ট কিন্তু পজিটিভ কণিকা, অর্থাৎ এর চার্জ প্রায়
C. হোল এক পরমাণু থেকে অন্য পরমণুতে প্রবাহিত হতে পারে।
ইলেক্ট্রনের চেয়ে হোল অনেক বেশি প্রবাহমান এবং এর কার্যকরী ভরও (Effective Mass) বেশি। একারণেই n-p-n ট্রানজিস্টরের চেয়ে p-n-p ট্রানজিস্টর কম ব্যবহার করা হয়।