দেশে পড়াশোনার গন্ডি পেরিয়ে দেশের বাইরে উচ্চশিক্ষার ইচ্ছা কার না থাকে? অনেকের ভিতর এই সুপ্ত বাসনা টা শুরু হয় অনেক আগেই আবার অনেকের শেষ সময়ে। যারা অনেক আগেই এসব নিয়ে খোজখবর রাখেন তারা এগুলো নিয়ে মোটামুটি অনেক কিছুই জানেন। যারা শেষ সময়ে প্রস্তুতি নিচ্ছেন, তারা একটু অথৈ জলে পড়ার মত অবস্থায় উপনীত হয়। সবার কাছ থেকে পরামর্শ নেওয়া শুরু করে। কোথায় কিভাবে কি করলে ভাল হবে সেটা নিয়েই অনেক সময় পার করে ফেলে।
আর আমাদের তো একটা ঐতিহ্যবাহী স্বভাব আছেই, কিছু না জানলেও কেউ যদি কিছু জিজ্ঞেস করে তাহলে সেটা নিয়ে নিজের জ্ঞানের শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য উঠেপড়ে লাগে। আমি এখানে উচ্চ শিক্ষার কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব যেটা মোটামুটি সব দেশের এবং সব বিষয়ের জন্যই প্রযোজ্য। তবে, যেহেতু আমি কম্পিউটার বিজ্ঞানের ছাত্র তাই এই বিষয়গুলোতে একটু প্রাধান্য থাকতে পারে। এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
উচ্চশিক্ষার এই সোপানে আরোহনের জন্য আমি সম্পূর্ণ বিষয়টিকে কয়েকটি ধাপে বিভক্ত করেছি। (আমি ধরে নিচ্ছি আপনি বাংলাদেশেই আপনার অনার্স/ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন।) ধাপগুলো মোটামুটি নিম্নরুপঃ
- কেন উচ্চশিক্ষা?
- উচ্চশিক্ষা বনাম দেশপ্রেম
- উচ্চশিক্ষা বনাম চাকরি
- মানষিকতা তৈরি
- গবেষণার বিষয় সিলেকশন
- দেশ সিলেকশন
- আবেদনের যোগ্যতা
- ইংলিশ প্রফিসিয়েন্সি স্কিল
- প্রস্তুতি
- IELTS vs TOEFL vs GRE
- Scholarship vs Self Funding
- Funding (Professor) vs Scholarship
- Comparison
- Best Choice
- Why and how
- Application Requirements
- তার কি চায়? প্রফেসর ও ইউনিভার্সিটি
- Professors mentality to choose a student
- Application
- From When
- How
- Required Papers
- SOP
- LOR
- RL
- Admission
- Admission Procedure
- Take Off
- Tickets/Visa etc.
- Preparation
- Some rules
- What we should bring and what shouldn’t
- Conclusion
সাম্প্রতিক মন্তব্যসমূহ