প্রোগ্রামাররা যখন প্রথম কোন প্রোগ্রাম লেখে তখন সেটা Hello World দিয়েই শুরু করে। আমরাও এখানে Hello World দিয়েই শুরু করি। তবে প্রথম পাইথন প্রোগ্রাম রান করার জন্য অবশ্যই আপনার পাইথন ইন্সটল থাকা লাগবে এবং ইনভাইরনমেন্ট সেট আপ দেয়া থাকা লাগবে তাছাড়া কোনো রকম ভুল থাকলে রান করার সময় ইরর মেসেজ দেখাবে ।
শুরু করার জন্য প্রোগ্রাম উইন্ডোতে নিচের মত কোড লিখে রান করি –
print("Hello World")
Run করলে আমরা
Hello World
লেখাটি দেখতে পাব।
হয়ে গেল আমাদের প্রথম পাইথন প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা দেখলাম কিভাবে একটা পাইথন কোড লিখতে হয় এবং রান করতে হয়।
এখানে print() হচ্ছে পাইথনের লাইব্রেরি ফাংশন। এই ফাংশনটি ডিফল্টরূপে পাইথনে অন্তর্ভুক্ত বিল্ট-ইন ফাংশন হিসেবে থাকে। এই বিল্ট-ইন ফাংশনগুলো আমাদের তৈরি করা কোডগুলোতে সর্বদা ব্যবহার করা হয়ে থাকে। আমরা আমাদের নিজস্ব তৈরি করা ফাংশনগুলোকেও ব্যবহার করতে পারবো । আর এই ফাংশনের প্রথম বন্ধনীর () ভিতর কোন কিছু দিলে সেটা আউটপুট হিসেবে দেখতে পাবো । পাইথন ঠিক এই জন্য এতোটা ইউনিক কারণ আলাদা ভাবে কোনো ডাটা টাইপ ডিক্লেয়ার করতে হই না । এক লাইনেই প্রিন্ট করা যায় যেইখানে অন্য ল্যাংগুয়েজ এ কয়েকটি লাইন মিলে (Hello World) প্রিন্ট করতে হয় ।