কয়েকদিন আগেই আমার এক রক্তীয়* আমাকে প্রশ্ন করল, কবে পড়াশোনা শেষ করবি, কবে চাকরি-বাকরি করবি আর কবেই বা টাকা পয়সা কামাবি, টাকা পয়সাও তো দরকার।

আমার মত কিঞ্চিৎ নৈরাশ্যবাদীর কাছে এ এক জটিল প্রশ্ন! কি উত্তর দেওয়া যায় চিন্তা করতে করতে বললাম – “আচ্ছা কত টাকা দরকার আপনার?”
মৃদু হাসি
আমি আবারও বললাম, কত টাকা দরকার?
টাকা পয়সার কি কোন শেষ আছে? যত হয় ততই ভাল।
যেটা চাওয়ার কোন শেষ নেই, যার কোন গন্তব্য নেই তার পিছনে ছুটে শুধু শুধু জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করার কোন মানে হয়?  তার চেয়ে বলেন, আপনার কি কি চাই, দেখি পূরণ করা যায় কিনা।

কথা প্রসঙ্গ অন্যদিকে নিয়ে কি যেন বলল ভূলে গেলাম। কি যে চায়, সে নিজেও এখন জানে না।

 

*রক্তীয় বলতে বোঝাচ্ছি , যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে। আত্নার সাথে যে সম্পর্ক সেটা যদি হয় আত্মীয়,  রক্তের সাথে যে সম্পর্ক সেটাকে তো আর রক্তীয় বলতে সমস্যা নেই।

0 0 votes
Article Rating
0
Would love your thoughts, please comment.x
()
x