প্রোগ্রামাররা যখন প্রথম কোন প্রোগ্রাম লেখে তখন সেটা Hello World এর খুবই সাধারণ একটা প্রোগ্রাম লেখে। আমরাও এখানে Hello World দিয়েই শুরু করি।

শুরু করার জন্য প্রোগ্রাম উইন্ডোতে নিচের মত কোড লিখে রান করি –

print("Hello World")

Run করলে আমরা

Hello World

লেখাটি দেখতে পাব।

হয়ে গেল আমাদের প্রথম পাইথন প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমরা দেখলাম কিভাবে একটা পাইথন কোড লিখতে হয় এবং রান করতে হয়।

এখানে print() হচ্ছে পাইথনের লাইব্রেরি ফাংশন। এই ফাংশনের প্রথম বন্ধনীর ভিতর কোন কিছু দিলে সেটা আউটপুটে দেখতে পাব।

0 0 votes
Article Rating