কয়েকদিন আগে আমি “Jessore Science and Technology University” এর ফেসবুক গ্রুপে আমাদের সবার সাধারণ চিন্তাধারা এবং এবং বর্তমান অনিয়ম ও দূর্নীতি নিয়ে একটা পোস্ট দিলাম এবং সাথে হ্যাশট্যাগ হিসাবে দিলাম #চলো_পাল্টাই ।
বাহ! এই পোস্টে এত পরিমাণ লাইক আর শেয়ার আসল, আমি তো অবাক!!!
ঠিক তখনই মনে হল মানুষ আসলে ভাল কিছু করতে চায়, কিন্তু তারা কোন প্ল্যাটফর্ম পায়না। আমরা নতুন কিছু শুরু করতে পারি। এর থেকেই মাথায় আসল একটা সংগঠন করার, যে সংগঠনে সবাই কাজ করবে পরিবর্তনের জন্য, মানবতার জন্য, যেখানে নৈতিকতার চর্চা হবে। যেই ভাবা সেই কাজ, ঐ হ্যাশট্যাগ অনুসারে অর্গানাইজেশনের নামও দিয়ে দিলাম, একটা ট্যাগলাইন এর প্রস্তাব করলাম, রুমমেটরা সবাই সমর্থন দিয়ে দিল – “মানবিক আদর্শের পথে আমরণ পথচলা”।
সংগঠনের নামঃ চলো পাল্টাই।
প্রতিষ্ঠাকালঃ ২৫ সেপ্টেম্বর ২০১৪ ইং।
ট্যাগলাইনঃ মানবিক আদর্শের পথে আমরণ পথচলা।